Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Work Hours
Monday to Friday: 7AM - 7PM
Weekend: 10AM - 5PM
Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Work Hours
Monday to Friday: 7AM - 7PM
Weekend: 10AM - 5PM

চট্টগ্রাম-৫ হাটহাজারী–বায়েজিদ আংশিক সংসদীয় আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত বিতর্কিত প্রার্থী মীর হেলালকে পরিবর্তন করে দলের দুঃসময়ের নিবেদিত ও ত্যাগী নেতা, চেয়ারপার্সনের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হককে মনোনয়ন দেওয়ার দাবিতে আজ সন্ধ্যায় হাটহাজারীতে বিশাল মশাল মিছিল করেছে বিএনপির তৃণমূলের সর্বস্তরের নেতা–কর্মী ও স্থানীয় জনসাধারণ।মশাল মিছিলের আগে বিকাল ৫টায় সরকারহাট বাজার চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ নুরুন্নবী তালুকদার।বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা প্রফেসর মির্জা মুহাম্মদ শহীদুল্লাহ বাবুল, আলহাজ জাকের হোসেন চেয়ারম্যান, আলহাজ খায়রুন্নবী, একরাম সেলিম, মো. শফিউজ্জামান, নুরুল আজম চৌধুরী, মো. ইব্রাহিম, মোহাম্মদ আলী চৌধুরী পেয়ারু, সাফায়েতুল ইসলাম সাবাল, মোজাহের আলম, মো. গিয়াস উদ্দিন, এম ইলিয়াছ আলী, নুরুল আবছার আনছারী, সুলতানুল আলম চৌধুরী, ওবাইদুল হক, শাহ আলম, জাফর আলম, জাফর আলম মাস্টার, আবদুল্লাহ হারুন, আলমগীর মেম্বার, যুবনেতা আনোয়ার হোসেন, এস এম মহিউদ্দিন, রহিম উদ্দিন রাজু, মোস্তফা মুন্না, শহীদুল্লাহ লিটন, মহিউদ্দিন মুন্না, শেখ মোরশেদ, শাহজাহান খান, শফিক বাবু, রেজাউল করিম বাবু, হেলাল উদ্দিন, হুজ্জাতুল ইসলাম, টিকলু তালুকদার, এমরান হোসেন, রায়হান উদ্দিন, জিয়াউদ্দিন, মিনহাজ মাসুম বাবু, শাহনেওয়াজ মুন্না, শাওন, তাজুল ইসলাম, বখতেয়ার ইসলাম বাচ্চু, আলাউদ্দিন, আবু নাসের ইমু, এমদাদুল হক মাজু, ওয়াহিদ তালুকদার, ওসমান গনি, আবদুল মতিন, আবদুল করিম, নুরুন্নবী সাকিব, গাজী সাকিব, হুমায়ূন রশীদ, মোজাম্মেল শিশির প্রমুখ।বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক বিএনপির দুর্দিনের দীর্ঘদিনের পরিচ্ছন্ন ও নিষ্কলুষ নেতা। তাঁর মেধা–শ্রম ও অবারিত অর্থনৈতিক সহযোগিতায় ১৯৯৬, এক-এগারো এবং ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত দলের কান্ডারি হিসেবে নিবেদিত ছিলেন। আওয়ামী ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তিনি ব্যবসা–বাণিজ্যসহ সম্পত্তির ব্যাপক ক্ষতির শিকার হন এবং ষড়যন্ত্রমূলক মামলায় হয়রানির শিকার হলেও আপসহীন ছিলেন।অন্যায়–অবিচারের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ও সাহসী ভূমিকা পালন করেছেন। তাই হাটহাজারী বিএনপি ও স্থানীয় জনসাধারণ তাঁর নেতৃত্বে একত্র আছে।বক্তারা আরও বলেন, প্রাথমিক মনোনয়ন পুনর্বিবেচনা করে এস এম ফজলুল হককে দলের মনোনয়ন প্রদানের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও হাইকমান্ডের কাছে জোর দাবি জানাচ্ছেন তাঁরা।সমাবেশ শেষে মশাল মিছিলটি খাগড়াছড়ি সড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে এবং সভাপতি আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন।
![]()